রাত সাড়ে ১২ টা , মন প্রাণ দিয়ে গান শুনতেছি । টুক করে ফেসবুক এর চ্যাট উইন্ডো ওপেন ।
- কেমন আছ । দেশ থেকে এক বান্ধবীর নক । চোখ দুইটা বড় বড় কয়ে গেলো আই ডি থেকে । উত্তর দেব কিনা ভাবতেছি । ক্রিটিক্যাল মোমেন্ট । ১০ বছর পর ও আমাকে নক দিল, ভদ্রতার খাতিরে হলেও উত্তর দেওয়া উচিত । বাট যে ঘটনটা ঘটেছিল তার পরে কি আমার কি করা উচিত আর কি না করা উচিত বুঝতেছি না ।
= ভাল । খনিক ভেবে প্রতিজিজ্ঞসা করলাম । তুমি কেমন আছ ।
- আছি এই তো তোমার দোয়াতে । স্মাইলি দিয়া কি বুঝাইল জানি না ।
এমির সাথে ব্রেকাপ এর পর আমার অন্য এক বান্ধবীর সাথে বেশ ভাল সম্পর্ক হইছিল । আগে থেকেই বান্ধবী, কিন্তু কিছু ঘটনা আমাদের অনেকদিনের সম্পর্ক ঘুরে যায় । আমি গুরুত্ব দিতাম না হ্রদয়বিত্তিক আবেগ গুলা হারিয়ে গেছিল যন্ত্রের খটখটানির আড়ালে । আসলেই কি জানতাম না ? হয়তবা স্বীকার করতাম না । হটাত-ই একদিন ওর এক রুমমেট কল দিয়া জিগেশ করে বসে,
= ভাইয়া আপনারা কি চান বলেন তো?
- ক্যান আপু কি হইল ? কি ?
= না ভাইয়া আপুতো আপনারে মনে হয় মনে মনে অনেক লাভ করে । বাট আপনারা কেউ কাউকে বলেন না ।
- তাই নাকি? জানতাম নাত । তুমি কেমনে বুঝলা ?
= দেখেন ভাইয়া এগুলা বুঝা যায় বুঝলেন ।
- না বুঝি নাই । আই থিঙ্ক তোমার আপু এগুলা জানে না, আমার যা যা বলতেছ ।
= না ভাইয়া জানলে মেরে ফেলবে ।
- তাইলে আমার কি করা উচিত ? তোমারে মেরে ফেলব? না যিন্দা রাখব?
= ইচ্ছা আপনার ভাইয়া। আমার মনে হইল তাই জানাইলাম ।
- থ্যাঙ্কস ।
আমি আমার বান্ধবীরে জানাই নাই । দরকার কি ? তবে আশ্চর্য হয়ে গেছিলাম জেনে এটা আমার বান্ধবীই ওকে বলছিল ইভেন ও পাশে বসে শুন্তেছিল ! কয়েক মাস পরে আমার বান্ধবী হটাত রাতে কথা বলতে বলতে …
- আমারে বাসা থেকে বিয়ে দেওয়ার জন্যে পাত্র দেখছে ।
= ভাল তো । আমার নির্লিপ্ত উত্তর । করে ফেল ছেলে ভাল হলে।
- হ্যা । বাট প্রব্লেম আছে ।
= কি?
- তুমি আমারে বিয়ে করবা ?
= খাইছে ক্যান ?
- না মনে হইল তোমাকে বিয়ে করাই যাই । ছেলে খারাপ না, একটু খাট তুমি, বিড়ি ছাড়া অন্য কিছু খাও না । এন্ড অন্য মেয়েতে আসক্তি নাই!
= এহেম এহেম ভাল তো ! আমি এরকম জানতাম-ই না !
- তোমার জানা লাগবে না । আমি জানলে চলবে । কাল এস বিয়ে করব , তোমাকে । এখন রাখি , ঘুম পাচ্ছে ।
= ওকে বাই ।
সে বয়েস তো নাই তলপেটে প্রজাপতি নাচবে । ঘুম নষ্ট হওয়ার বয়েসও চলে গেছে । শান্ত মনে ঘুমিয়ে গেলাম । পরদিন খেয়ালই ছিল না । রাতে মনে হতে কল দিলাম , নাম্বার বন্ধ । ভাবলাম হয়ত টিউশনি করতে গেছে । পরেরদিন রাতে সেম ঘটনা । হুম , ভাবলাম বিষয়টা সিরিয়াস হতে পারে । কি করি । ওর রুমমেট এর নাম্বার এ কল দিলাম ।
- হালো আপু , আপনার রুমমেট নাই ওর মোবাইল বন্ধ পাচ্ছি কাল থেকে ।
= জি ভাইয়া ও তো নাই, চলে গেছে ।
- কৈ গেছে ! হতবাক আমি ।
= বাড়িতে ।
- মানে রংপুর ? !
= জ্বি ভাইয়া ।
- হটাত !? কিছু হইছে নাকি বাড়িতে ?
= জ্বি ভাইয়া, আপুর বিয়ে ছিল আজকে দুপুরে ।
দশ বছর অনেক সময়; ইউরোপের আকাশের জ্বলজ্বলে তারাগুলা মিটমিটিয়ে জানান দিল ।
সুমাইয়া তারান্নুম ইজ অফলাইন । আরও দশ বছর ? দোষ কি অপেক্ষা করতে ?