Friday, February 14, 2014

একটি অপুরনাঙ্গ ভালবাসা দিবস কাহিনী

সাত সকাল না, সাড়ে সাত সকালে উত্তরা থেকে রউনা দিলাম । অফিস এর উদ্দেশে । দুর্ভাগ্য প্রভাতী, স্কাইলাইন, কিম্বা আজমেরি এক্টাও পাইলাম না । ২৭ এ ভর করে উঠে পড়লাম । ভাবতে পারি নাই এত ভালুবাসা আমার কপালে আজকে ছিল !

রওনা হবার ৫ মিনিট পর শুরু হল সিগনাল দিয়ে । তারপর জ্যাম । মনে হইল সকাল থেকে ভাল বাসার ধুম পড়ছে । তারউপর পিকনিক এর পিনিক । ধিরে সুস্থে আসতে আসতে চউরাস্তার কাছা কাছি স্যার এর কল, কৈ আপনি ? উত্ত্র শুনে স্যার এর প্রথম কথা দ্রুত অফিসে যান প্রবলেম হয়সে । স্যার রয়েছেন সাতক্ষিরা, উনি বললেন প্রবলেম তার মানে সিরিয়াস । আমার তো ডানা নাই । বিরক্তির শুরু । চৌরাস্তা পৌছাইতে পৌছাইতে কল আসা শুরু । বড় বড় স্যারদের কল । মা কছম হাই বি পি উঠে যাবার উপক্রম । শফিপুর এসে আর নরে না গাড়ী । তারুপ্রে অফিস থেকে হুমকি । শেষমেশ সফিপুর থেকে হাটা স্টার্ট । হেটে এসে অফিসে ঢুকতে ঢুকতে হেডফিস এর কল । ওকে । হূড়মুড় করে এসে বড় স্যার কে স্বান্তনা দিলাম স্যার দেখতেসি আই এস পি এর প্রবলেম কথা বলসি । দ্রুত করেন । আমি সুপারম্যান হইলাম না ক্যান !

ব্যাকআপ লাইন দিয়ে শুরু হইল লাইন । চলতাসে আমি কাত …

দ্বিতিয় অধ্যায় ঃ

লিফট এর মধ্যে দুই বড় ভাই এন্ড সিনিয়র অফিসার এর সাথে দেখা । মিন্টু ভাই আর সোহেল ভাই । মিন্টু ভাই সোহেল ভাইরে বোঝাইতেসেন

> রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ভাল করে ধুয়ে ফেললে ফরমালিন সব নষ্ট হয়ে যাবে ।

সোহেল ভাই একমত পোষণ করলেন ।

আমার প্রশ্নঃ

- মিন্টু ভাই ফরমালিন যুক্ত মানুষের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য ?

= হ্যা Open-mouthed smile 

ভ্যাবচেকা খেয়ে আবার প্রস্নঃ

- ভাই ফরমালিনযুক্ত মানুষ দেখছেন ?

= হ্যা আমার জামা ধরে উত্তর দিলেন Open-mouthed smile যাদের উজন আর আকৃতি বাড়েও না কমেও না Open-mouthed smile একই রকম ফিক্সড, বুড়া হইলেও সেইরকম !

মাথা চুলকাইলাম, খুশি হব না ব্যাজার?

নিখোজ ভালবাসাঃ

বাইর হয়ে দেখি পাশের খালে একব্যাক্তি খুব আন্তরিক ভাবে ডাইং-এর কালারড ( ডিস্কালারড) পানির মধ্যে গলা ডুবিয়ে কি যেন খুজতেসেন । খালের পাশে দাঁড়িয়ে আরও অনেক ব্যাক্তিত্ব মজা লুটতেসেন । 

= বিষয় কি ? মিন্টু ভাইয়ের প্রশ্ন এবার আমার কাছে । পচা পানির মধ্যে ডুব দিসে ক্যান ?

আমি নিরীহ মানুষের মত উত্তর দিলাম, ভাই হারান ভালবাসা খুজতেসে মনে হয় ।

সোহেল ভাই গলা ছেড়ে হাসি দিলেন ।

= তাই না ? মিন্টু ভাই মনে হল একমত ।

মনে মনে বললাম করি গার্মেন্টস এ চাকরি, ভালবাসা খালের পানিতে ছাড়া কৈ আর খুজব !

Sunday, February 9, 2014

কল্পিত ভ্যালেন্টাইন

রাত সাড়ে ১২ টা , মন প্রাণ দিয়ে গান শুনতেছি । টুক করে ফেসবুক এর চ্যাট উইন্ডো ওপেন ।

- কেমন আছ । দেশ থেকে এক বান্ধবীর নক । চোখ দুইটা বড় বড় কয়ে গেলো আই ডি থেকে । উত্তর দেব কিনা ভাবতেছি । ক্রিটিক্যাল মোমেন্ট । ১০ বছর পর ও আমাকে নক দিল, ভদ্রতার খাতিরে হলেও উত্তর দেওয়া উচিত । বাট যে ঘটনটা ঘটেছিল তার পরে কি আমার কি করা উচিত আর কি না করা উচিত বুঝতেছি না ।

= ভাল । খনিক ভেবে প্রতিজিজ্ঞসা করলাম । তুমি কেমন আছ ।

- আছি Smile  এই তো তোমার দোয়াতে । স্মাইলি দিয়া কি বুঝাইল জানি না ।

এমির সাথে ব্রেকাপ এর পর আমার অন্য এক বান্ধবীর সাথে বেশ ভাল সম্পর্ক হইছিল । আগে থেকেই বান্ধবী, কিন্তু কিছু ঘটনা আমাদের অনেকদিনের সম্পর্ক ঘুরে যায় । আমি গুরুত্ব দিতাম না হ্রদয়বিত্তিক আবেগ গুলা হারিয়ে গেছিল যন্ত্রের খটখটানির আড়ালে । আসলেই কি জানতাম  না ? হয়তবা স্বীকার করতাম না । হটাত-ই একদিন ওর এক রুমমেট কল দিয়া জিগেশ করে বসে,

= ভাইয়া আপনারা কি চান বলেন তো?

- ক্যান আপু কি হইল ? কি ?

= না ভাইয়া আপুতো আপনারে মনে হয় মনে মনে অনেক লাভ করে । বাট আপনারা কেউ কাউকে বলেন না ।

- তাই নাকি? জানতাম নাত । তুমি কেমনে বুঝলা ?

= দেখেন ভাইয়া এগুলা বুঝা যায় বুঝলেন ।

- না বুঝি নাই । আই থিঙ্ক তোমার আপু এগুলা জানে না, আমার যা যা বলতেছ ।

= না ভাইয়া জানলে মেরে ফেলবে ।

- তাইলে আমার কি করা উচিত ? তোমারে মেরে ফেলব? না যিন্দা রাখব?

= ইচ্ছা আপনার ভাইয়া। আমার মনে হইল তাই জানাইলাম ।

- থ্যাঙ্কস ।

আমি আমার বান্ধবীরে জানাই নাই । দরকার কি ? তবে আশ্চর্য হয়ে গেছিলাম জেনে এটা আমার বান্ধবীই ওকে বলছিল ইভেন ও পাশে বসে শুন্তেছিল ! কয়েক মাস পরে আমার বান্ধবী হটাত রাতে কথা বলতে বলতে …

- আমারে বাসা থেকে বিয়ে দেওয়ার জন্যে পাত্র দেখছে ।

= ভাল তো । আমার নির্লিপ্ত উত্তর । করে ফেল ছেলে ভাল হলে।

- হ্যা । বাট প্রব্লেম আছে ।

= কি?

- তুমি আমারে বিয়ে করবা ?

= খাইছে ক্যান ?

- না মনে হইল তোমাকে বিয়ে করাই যাই । ছেলে খারাপ না, একটু খাট তুমি, বিড়ি ছাড়া অন্য কিছু খাও না । এন্ড অন্য মেয়েতে আসক্তি নাই!

= এহেম এহেম ভাল তো ! আমি এরকম জানতাম-ই না !

- তোমার জানা লাগবে না । আমি জানলে চলবে । কাল এস বিয়ে করব , তোমাকে । এখন রাখি , ঘুম পাচ্ছে ।

= ওকে বাই ।

সে বয়েস তো নাই তলপেটে প্রজাপতি নাচবে । ঘুম নষ্ট হওয়ার বয়েসও চলে গেছে । শান্ত মনে ঘুমিয়ে গেলাম । পরদিন খেয়ালই ছিল না । রাতে মনে হতে কল দিলাম , নাম্বার বন্ধ । ভাবলাম হয়ত টিউশনি করতে গেছে । পরেরদিন রাতে সেম ঘটনা । হুম , ভাবলাম বিষয়টা সিরিয়াস হতে পারে । কি করি । ওর রুমমেট এর নাম্বার এ কল দিলাম ।

- হালো আপু , আপনার রুমমেট নাই ওর মোবাইল বন্ধ পাচ্ছি কাল থেকে ।

= জি ভাইয়া ও তো নাই, চলে গেছে ।

- কৈ গেছে ! হতবাক আমি ।

= বাড়িতে ।

- মানে রংপুর ? !

= জ্বি ভাইয়া ।

- হটাত !? কিছু হইছে নাকি বাড়িতে ?

= জ্বি ভাইয়া, আপুর বিয়ে ছিল আজকে দুপুরে ।

দশ বছর অনেক সময়; ইউরোপের আকাশের জ্বলজ্বলে তারাগুলা মিটমিটিয়ে জানান দিল ।

সুমাইয়া তারান্নুম ইজ অফলাইন । আরও দশ বছর ? দোষ কি অপেক্ষা করতে ?

Monday, February 3, 2014

বলে ফেলা অনেক কথা ।

= গল্পটা কিসের তোর ?

- কিছুর না । এটা গল্প ।

= আজিব বাপ, কি নিয়ে? সেটা তো বলবি?

- হুম । আকাশ বাতাস নদ-নদী পাখ-পাখালী ব্লা ব্লা ব্লা ।

= আজাইরা পেচ দিস না ।

- আজিব কবে পেচ দিলাম ? তুই তো জন্মাইসত জিলাপির মত, তোর ধাই মারে জিগাশ তো তোরে স্ক্রুড্রাইভার দিয়া বার করছিল কিনা । হা হা হা

= তুই না আসলে মানুষ না । তুই তুই তুই…

- কি কি কি হা হা হা হা । প্রাণখোলা হাসির শব্দে ডালে বসে ডাকতে থাকা কাক শুন্যে উড়াল দিল ।

= হুর তোর সাথে কথা বলা যাই না ।

- তো বলিস ক্যান ? তোরে তো বলতে বলি নাই ।

= দেখ বাপ সিধা করে বলবি ? কি হইছে?

- খাড়া আগে আমি নিজে সিধা হইতে শিখি , হা হা হা…

= অই তোর কি হইছে কি ? কিছু খাইয়া আইসশ?

- হ এক গামলা পান্তা খাইসি । বুয়া আসে নাই, কালকের রাতের ভাত পানি দিয়া রাখছিলাম । হেব্বি মজা কইরা ভাজা মরিচ দিয়া খাইছি ।

= ক্যান তোর বুয়া কৈ গেছে?

- আমি ক্যাম্নে কমু কৈ গেছে ?

= বেতন টেতন ঠিক ঠাক দিস তো? দেখ পালাইছে তর মত বজ্জাত এর কাজকর্ম করব কে !

-    উপহাস কোরোনা নন্দিনী , এদিন এলে পর ঠেলা বুঝবানি !

= হু হু কবিত্ব করন লাগত না । নুডুলস খাবি ?

- স্রিফ দো মিনিট মে…

= অফ যা । এটা ফেব্রুয়ারী মাস হারামি ।

- তো ? থুক করে ঘাসের ডগা গাল থেকে বের করে দিল ।

= তো কি ভাষার মাস বাংলাতে কথা বলবি , হিন্দি ফুটাশ ক্যা?

- তো ?

= হিন্দি আর উর্দু একই ।

- হ মাইয়া মানুষ আর পেচাল একই কথা । তাইলে তুই ফেব্রুয়ারীতে কোন হিন্দি সিরিয়াল দেখবিনা ।

= কি !!!!

- নন্দিনী… ভুল কিছু শুননি ।

= হারামি 

- অইটা আমার বাপে অনেক আগেই কইছে রিপিট করার দরকার নাই ।

= তুই আর তোর বাপ, দুইজনরেই চিড়িয়াখানাতে রাখা উচিত বুঝলি ।

- ভুল কইলি আমাদের কম্বিনেশন আরকাইভভুক্ত করা উচিত । আর দুইটা পাওয়া যাবে না ।

তারপর কাধের ব্যাগ দিয়ে মেয়েটির আক্রমণ ! তরুনের দুইহাত দিয়ে ঠেকানর প্রচেস্টা । দৈনন্দিন রুটিন খানিক পর দুইজন যার যার ডেরায় ফিরে যাবে । আর আমি ? এই আছি দাঁড়িয়ে । অচল, অথর্ব । অনেকে আমাকে নিষ্প্রাণ বলে হা হা হা হা আসলেই কি আমি? এস না, চলে এস একদিন ক্যাম্পাসের ঘেসো কার্পেটে । আমাকে দেখতে পাবে । শত বছরের পুরান বিল্ডিং আমি, আমি কালের অভুক্ত গ্রাস ।

প্রপোজাল

রাত ১১ টা বেজে ৫০ ।

বাংলালিংক পোস্টপেইড নাম্বারে কল । কেরে বাবা এত রাতে !

মোবাইল উঠিয়ে দেখি আনসেভড নাম্বার থেকে কল । কেটে ব্যাক দিলাম । হাতে বিড়িটা নিয়েই বারান্দাতে দাড়ালাম ।

- হ্যালো … কি অবস্থা

= হ্যালো ঘুমাই পড়ছ ? – ওপার থেকে আগেই জিজ্ঞেশ করে নিল । বুঝালাম আমার একমাত্র বান্ধবী !

- নাত ক্যান? ফুক দিয়ে ধুমা ছেড়ে দিলাম । ক্যাবল মাত্র কম্বল ঝেড়ে সটান করছি একটু পরে ঘুমাব ।

= আচ্ছা ঘুমাইও না । সিরিয়াস একটা কথা আছে ।

- ওকে । বল শুনি তোমার সিরিয়াস কথা । আমার তলপেটে চাপ চাপ কিছু না বলে সিরিয়াস কথা শুনতে দাড়াই গেলাম ।

= আমি যদি ২০,০০০ হাজার থেকে ৩০,০০০ টাকার মধ্যে একটা চাকরি পাই, আর তোমার বেতনে সংসার চলবে না? আগ্রহী কন্ঠে প্রশ্ন ।

- ক্যান চলার তো কথা ।

= ভালো ।

- বাট তুমি আমারে টাকা দিবা ক্যান?

= আমার ইচ্ছা ! জেদি উত্তর ।

- বুঝলাম তোমার ইচ্ছা, তাই বলে আমারে ক্যান?

= আমার ইচ্ছা ।

- আরে বাবা বয়েস হইছে এটুকু তো বুজছি , মানুষ কেউ কাউরে তো এম্নে এম্নে কিছু দেই না আর টাকার পয়সার ম্যাটার তো ভেরি ড্যাঞ্জারাস ! আমি ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে ঠান্ডা কন্ঠে বললাম ।

= শোন বেশি চালাক হইতে যাবা না ।

- এতে চালাকির কি দেখলা?

= জবাব চাইছি জবাব দিবা , তোমার বিদেশ না গেলে হবে না ?

- উমমম… চিন্তার বিষয়, চিন্তা করে ফোন দেই?

= না আমার এখনি উত্তর লাগবে ! আবার জেদি কন্ঠে ওপাশ থেকে । আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে ।

- খাড়াও এইটা কি কইলা ? !

= হু সাংবাদিক বেটা বাসাতে কি সব বলছে ।

- উস কি মাকি…

= কি?!!!

- কিছু না আমি বাথরুম থেকে ঘুরে এসে উত্তর দেই? আমার জোর তাগিদ তলপেটে ।

= তুমি একটা …

- আমি যায় হয় আগে বাথরুম ………… ওপাশ থেকে অলরেডি লাইন কেটে দিছে ।