রাত ১১ টা বেজে ৫০ ।
বাংলালিংক পোস্টপেইড নাম্বারে কল । কেরে বাবা এত রাতে !
মোবাইল উঠিয়ে দেখি আনসেভড নাম্বার থেকে কল । কেটে ব্যাক দিলাম । হাতে বিড়িটা নিয়েই বারান্দাতে দাড়ালাম ।
- হ্যালো … কি অবস্থা
= হ্যালো ঘুমাই পড়ছ ? – ওপার থেকে আগেই জিজ্ঞেশ করে নিল । বুঝালাম আমার একমাত্র বান্ধবী !
- নাত ক্যান? ফুক দিয়ে ধুমা ছেড়ে দিলাম । ক্যাবল মাত্র কম্বল ঝেড়ে সটান করছি একটু পরে ঘুমাব ।
= আচ্ছা ঘুমাইও না । সিরিয়াস একটা কথা আছে ।
- ওকে । বল শুনি তোমার সিরিয়াস কথা । আমার তলপেটে চাপ চাপ কিছু না বলে সিরিয়াস কথা শুনতে দাড়াই গেলাম ।
= আমি যদি ২০,০০০ হাজার থেকে ৩০,০০০ টাকার মধ্যে একটা চাকরি পাই, আর তোমার বেতনে সংসার চলবে না? আগ্রহী কন্ঠে প্রশ্ন ।
- ক্যান চলার তো কথা ।
= ভালো ।
- বাট তুমি আমারে টাকা দিবা ক্যান?
= আমার ইচ্ছা ! জেদি উত্তর ।
- বুঝলাম তোমার ইচ্ছা, তাই বলে আমারে ক্যান?
= আমার ইচ্ছা ।
- আরে বাবা বয়েস হইছে এটুকু তো বুজছি , মানুষ কেউ কাউরে তো এম্নে এম্নে কিছু দেই না আর টাকার পয়সার ম্যাটার তো ভেরি ড্যাঞ্জারাস ! আমি ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে ঠান্ডা কন্ঠে বললাম ।
= শোন বেশি চালাক হইতে যাবা না ।
- এতে চালাকির কি দেখলা?
= জবাব চাইছি জবাব দিবা , তোমার বিদেশ না গেলে হবে না ?
- উমমম… চিন্তার বিষয়, চিন্তা করে ফোন দেই?
= না আমার এখনি উত্তর লাগবে ! আবার জেদি কন্ঠে ওপাশ থেকে । আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে ।
- খাড়াও এইটা কি কইলা ? !
= হু সাংবাদিক বেটা বাসাতে কি সব বলছে ।
- উস কি মাকি…
= কি?!!!
- কিছু না আমি বাথরুম থেকে ঘুরে এসে উত্তর দেই? আমার জোর তাগিদ তলপেটে ।
= তুমি একটা …
- আমি যায় হয় আগে বাথরুম ………… ওপাশ থেকে অলরেডি লাইন কেটে দিছে ।