Sunday, January 26, 2014

মোবাইল কথোপকথন #১

- একথা সত্য ?

= কি কথা ?

- বান্দরে কামড়াইলে ইঞ্জেকশন দেওয়া লাগে ?

= যতদুর জানি হ্যা ।

- হি হি হি

= আসলে কি জানো , বান্দরেরা তো ব্রাশ করে না তাই …

- হি হি হি হি …

Monday, January 20, 2014

Two Factor Authentication আর ghuni

“- আসসালামু আলাইকুম স্যার ।
= অলাইকুম আসসালাম , কে বলছেন প্লিজ ?
- স্যার আমি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে ***** *** বলছিলাম । আপনি আমাদের এখানে আমাদের একটা এপ্লিক্যাশন করেছেন স্যার । আমি ভেরিফাই করার জন্যে কথা বলতে চাচ্ছিলাম ।
= হ্যা শিউর , কি জানতে চান প্লিজ বলুন ।
- স্যার আমাদের Two Factor Authentication এর জন্যে আপনার একাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু থাকা লাগে , দুখিতঃ স্যার আপ্নারটাতে নাই ।
= জি নাই, এখন কি করা লাগবে ?
- জি আপনার হোম ব্রাঞ্চ এ গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করে নিবেন, এক থেকে ৭ কর্ম দিবসের মধ্যে আমরা আপনার এপ্লিক্যাশন এর ভিত্তিতে সারভিসটা চালু করে দিব , , , , ইত্যাদি ইত্যাদি…
আর স্যার এই পারপজে আপনার একাউন্ট থেকে বাৎসরিক ২০০ টাকা কেটে নেওয়া হবে ।
= জি ! কত ! ?
- স্যার ২০০ টাকা ।
= ওকে আমি আমার ব্রাঞ্চ এ গিয়ে প্রথম থেকে স্টেপগুলা শুরু করে নেক্সট এ রি-এপ্লাই করবখন । থ্যাঙ্ক ইউ ।
- ইউ আর ওয়েল্কাম স্যার । “
Google, Facebook, Twitter, Yahoo, Evernote, Last pass, WordPress ইত্যাদি ইত্যাদি সার্ভিস প্রভাইডার রা বিনামূল্যে দিয়ে থাকে । ম্যাক্সিমাম তো নন প্রফিটাবল । ( পেইড সার্ভিস যারা গ্রহন করেন তাদের কথা আলাদা ) । Two Factor Authentication টা হয় স্মার্টফোন অ্যাপ অর মোবাইল এস ম এস এর মাধ্যমে করা হয়ে থাকে । এস ম এস সার্ভিস এর জন্যে হইত কিছু টাকা খরচ হবে । অ্যাপস এর ক্ষেত্রে অনেক ফ্রি প্লাগিন্স অর কোড এভেলএবল (যতদুর জানি আর কি ; আমি সবজান্তা সমশের না) ।
প্রথম প্রথম আমি গুগল এর Two Factor Authentication চালু করার পর মজা করে বার বার রিসেন্ড করে গুগল থেকে এস ম এস পেতে মজা পেতাম । বাট পরে আর করি না
এত কথা খরচ করার মানে বলতে চাচ্ছি, ডাচ বাংলা ব্যাঙ্ক কোন সুবাদে ২০০ টাকা কাটবে? এম্নিতে তাদের বাৎসরিক সার্ভিস চার্জ কাটতেছে । আবার খাড়ার ঘা ! এস ম এস সার্ভিস সবাদে গ্রাহক এর মোবাইল অপারেটর থেকে মিনিমাম চার্জ কেটে নিতে পারত ! অ্যাপস এ তো কোড জেনারিটিং এ কিছু খরচ হয় না !
আমার ছোট মাথাতে কিছু ঢুকতেসে না ! আবার সিকিউরিটি বলে কথা ! চাইনিজ তালাতে তো ভরসা হয় না !
** বিঃ দ্রঃ এটা আমার একান্ত ব্যাক্তিগত চিন্তাভাবনা । আমি শিখলাম মামু হওয়া এত সোজা না , অখানেও পাত্তি লাগে !